IMG-LOGO

Art Competition Held

Last Modified: 5 November 2014

একশনএইড বাংলাদেশের ৩০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী  à¦…নুষ্ঠান

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ২০০৭ সাল থেকে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পাস প্রকল্পের মাধ্যমে ডোমার উপজেলার ভোগডাবুড়ি,কেতকিবাড়ী,বামুনিয়া ,গোমনাতী  à¦‡à¦‰à¦¨à¦¿à§Ÿà¦¨à§‡   শিক্ষ্,াসুশাসন,ও অধিকার নিয়ে কাজ করে আসছে। দীর্ঘদিন ধরে একশনএইড বাংলাদেশে উন্নয়ন সহযোগি হিসেবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।  
তারই ধারাবাহিকতায় একশনএইড এর  à¦¬à¦¾à¦‚লাদেশে ৩০ বছর পুর্তি উপলক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ১৪ অক্টোবর ২০১৪ সকাল ১০.০০টার সময় (ইউএসএস) প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে । চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৮ জন স্পন্সর শিশু অংশগ্রহন করে। ১ম স্থান লাভ করে মো: লেবু, দ্বিতীয় স্থান লাভ করে জ্ইু আক্তার ও ৩য় স্থান লাভ করে রাদিল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক ডিজাইনার জিএমএ রাজ্জাক ও সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের চারুকলা বিভাগের শিক্ষিকা  à¦«à¦¾à¦¤à§‡à¦®à¦¾ জুলি ও সানমুন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আজাদুল হক । চিত্রাঙ্কন শেষে বিচারকগন  à¦¬à¦¿à¦œà§Ÿà§€à¦¦à§‡à¦° হাতে পুরুষ্কার তুলে দেন।
প্রতিবেদন প্রস্তকারী
মো:মোসলেম উদ্দীন
সিডিএসও,চিলাহাটি