IMG-LOGO

Inter-School Science Fair Organized

Last Modified: 20 September 2014

আন্তঃস্কুল বিজ্ঞান মেলার-২০১৪ অনুষ্ঠিত
বর্তমান যুগে বিজ্ঞান তথা তথ্য ও কারিগরি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন একান্ত প্রয়োজন। এছাড়া একটি বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে দেশকে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য । আমাদের দেশে সাধারণভাবে বিজ্ঞান শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মাধ্যমিক পর্যায়ে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, নানাবিধ কারণে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার প্রবনতা কমে যাচ্ছে। এর কারণগুলোর অবস্থা বিবেচনা করে মাধ্যমিক পর্যায় থেকে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাংলদেশ ফ্র্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী বাস্তবায়নে- প্রমোটিং সাইন্স এডুকেশন প্রকল্প এর আন্তঃস্কুল বিজ্ঞান মেলা  à§§à§« সেপ্টেম্বর ২০১৪, সোমবার  à¦•à¦¾à¦¨à¦¿à§Ÿà¦¾à¦²à¦–াতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নীলফামারী সদর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা এই মেলায় অংশগ্রহণ করে। উক্ত মেলা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক, নীলফামারী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব  à¦†à¦¬à§à¦œà¦¾à¦° রহমান, চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ, জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলদেশ ফ্র্রিডম ফাউন্ডেশন, জনাব আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, ইউএসএস, নীলফামারী, জনাব আবুহেন মোস্তফা কামাল, জেলা ফেসিলেটেটর, নীলফামারী ও সোহেল মোর্শেদ, প্রোগ্রাম অফিসার, বাংলদেশ ফ্র্রিডম ফাউন্ডেশন।
পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ সাবেত আলী, উপজেলা নির্বাহী অফিসার, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-  à¦œà¦¨à¦¾à¦¬ এটিএম নূরুল আমীন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নীলফামারী সদর উপজেলা ও  à¦†à¦²à¦¿à¦«à¦¾ সুলতানা লাভলী, মহিলা ভাইস চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- জনাব মোঃ হাফিজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, ইটাখোলা ইউনিয়ন পরিষদ । বিজ্ঞান ক্লাবের  à¦•à§à¦·à§à¦¦à§‡ বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্টগুলো স্টলে প্রদর্শনের ব্যবস্থা করেন। অতিথি, এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টল পরিদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিষয়গুলো মূল্যায়নে প্রথম পুরস্কার অর্জন  à¦•à¦°à§‡ কানিয়ালখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।  à¦¦à§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ পুরস্কার অর্জন করে নতুন দ্বিমুখী  à¦‰à¦šà§à¦š বিদ্যালয়, তৃতীয় পুরস্কার অর্জন করে দুবাছুরী দাখিল মাদ্রাসাও চতুর্থ পুরস্কার অর্জন  à¦•à¦°à§‡ পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য ১৬টি বিদ্যালয়কে শুভেচ্ছা পুরুস্কার প্রদান করা হয়। বিদ্যালয় গুলো হচ্ছে- ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়, লক্ষীচাপ উচ্চ বিদ্যালয়, কচুয়া চৌরঙ্গী সেবা উচ্চ বিদ্যালয়, রামগঙ্গ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদের হাট  à¦‰à¦šà§à¦š বিদ্যালয়, রামনগর উচ্চ বিদ্যালয়, চড়চড়াবাড়ী  à¦‰à¦šà§à¦š বিদ্যালয়, পলাশবাড়ী  à¦¬à¦¾à¦²à¦¿à¦•à¦¾ উচ্চ বিদ্যালয়, , তরনীবাড়ী উচ্চ বিদ্যালয়, ছাড়ারপাড়  à¦‰à¦šà§à¦š বিদ্যালয়, ইটাখোলা কালীতলা উচ্চ বিদ্যালয়, ফুলতলা দ্বিমুখী  à¦‰à¦šà§à¦š বিদ্যালয়, নগরদারোয়ানী উচ্চ বিদ্যালয়, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়।  
প্রতিবেদক-
 à¦†à¦¬à§à¦¦à§à¦² কুদ্দুস সরকার                                                      
প্রকল্প সমন্বয়কারী (পিএসই)                                                             
ইউএসএস, নীলফামারী