IMG-LOGO

Organized Rikshow Rally to Awareness Raising on Hundred Percent Enrolment, Reduce Droop out and Accomplish Education

Last Modified: 20 January 2014

বিদ্যালয়ে শত ভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপনে সচেতনতা বৃদ্ধির জন্য গণস্বাক্ষরতা অভিযান এর সহায়তায় ইউএসএস, নীলফামারীর  আয়োজনে ২০ জানুয়ারী’১৪ নীলফামারী শহরে ব্যান্ডপার্টিসহ  বর্ণাঢ্য রিকসা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। নীলফমারী নতুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে সকাল ১১টা র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নতুন বাজার এসে সমাপ্ত হয়। শুরুর পূর্বে সংক্ষিপ্ত উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ রোকসানা বেগম, জেলা  শিক্ষা অফিসার, নীলফামারী। বিশেষ অতিথি ছিলেন  জনাব মোঃ নূরুল আমিন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, নীলফমারী নতুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। স্বাগতিক বক্তব্য রাখেন ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। র‌্যালীতে ৫০টি রিকসা ১০০ জন শিক্ষার্থী স্লোগান সম্বলিত টি শার্ট পরে অংশগ্রহণ করে।