IMG-LOGO

Seminar PSE- 2013

Last Modified: 2 January 2014

নীলফামারীতে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসংএস) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায়  নীলফামারী নতুন দ্বিমুখী  উচ্চ বিদ্যলয়ে গত ১৯ ডিসেম্বর ২০১৩ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন বিষয়ক সেমিনার । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোছাঃ রোকসনা বেগম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষক সমিতি সভাপতি মোঃ মফিজ উল হক চৌধুরী  ও  ইউএসএস এর নির্বহী পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ রুহুল আমীন, প্রধান শিক্ষক, নীলফামারী নতুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। প্রেকল্প সমন্বয়কারী জনাব মোঃ আব্দুল কুদ্দুস সরকার গত ২০১২-à§§à§© সালে ২০ টি বিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জন সমুহ তুলে ধরেন এবং বিজ্ঞান শিক্ষায় আরও শিক্ষার্থী বাড়ানোর জন্য ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকগণের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানান। সেমিনারে  ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিএসসি শিক্ষক,বিজ্ঞান ক্লাবের সদস্যগনসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন ও মতবিনিময় করেন এরং একমত  পোষন করে বলেন,  আধুনিক যুগে বিজ্ঞান শিক্ষা অতিব জরুরী । অনুষ্ঠানে গত ২০১২-à§§à§© সালের à§® জন ক্ষুদে বিজ্ঞানীকে পুরুস্কৃত করা হয়।