IMG-LOGO

Girls and Boys Joint Football Match Organized by USS

Last Modified: 5 November 2014

একশনএইড এর  à¦¬à¦¾à¦‚লাদেশে ৩০ বছর পুর্তি উপলক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ভোগাড়াবুড়ি ও কেতকিবাড়ি ইউনিয়নের ১০-১৪বছর বয়সী  à¦¸à§à¦ªà¦¨à§à¦¸à¦° শিশুদের মধ্য থেকে ৭জন বালিকা ও ৪ জন বালক নিয়ে  à¦¦à§à¦Ÿà¦¿ ফুটবল টিম গঠন করে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলাটি ১৬ অক্টোবর ২০১৪ তারিখে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে বিকাল ৪.০০ ঘটিকায় শুর হয়। ফুটবল খেলাটি  à¦‰à¦¦à§à¦¬à§‹à¦§à¦¨ করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচলক আলাউদ্দিন আলী ও ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের। খেলায় সময় ছিল ৫০ মিনিট। এসময়ে উভয় দলই কোন দলই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে উভয় দলই ১-১ গোলে খেলাটিকে সমতায় নিয়ে আসে। আবার টাইব্রেকারের মধ্যে তিনটি করে গোল করার সুযোগ প্রদান করা হয়। এতে কেতকিবাড়ি ইউনিয় ২-১ গোলে জয়ী লাভ করে । পুরুষ্কার বিতরনী  à¦…নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান  à¦†à¦¬à§à¦¦à§à¦° রাজ্জাক বসুনীয়া  à¦à¦¬à¦‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরকার,  à¦¸à¦¦à¦¸à§à¦¯ সহিদুল হোসেন লিটন, মহিলা সদস্য শামসুন্নাহার মেরী, কেতকীাবাড়ী ইউপি সদস্য আমিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন“আমি একশন এইডের ৩০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইউএসএসকে ধন্যবাদ জানাই এই রকম একটি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য। এটা আমার জীবনে দেখা প্রথম কোনো ফুটবল খেলা যেখানে ছেলেমেয়ে উভয়ই একসাথে খেললো”।বিশেষ অতিথি আবু তাহের বলেন“খেলাধূলা করলে শরীর ভাল থাকে আমার মনে হচ্ছে বিশ্বকাপ এর মতো প্রতিযোগিতা করছে”। প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন এবং ম্যাচ সেরা খেলোয়াড় ও  à¦ªà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦• খেলোয়াড়কে একটি করে মেডল প্রদান করেন । চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাবানা বলেন যে, “খেলায় জেতার চেয়ে আমাদের কাছে বড় মনে হচ্ছে যে আমরা মেয়েরা খেলায় অংশগ্রহণ করতে পেরেছি এবং আমার ভাল লাগছে, আমাদের জন্য দোয়া করবেন”।